ব্রাজিলের মারা’কানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির আ’র্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল।
আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমে’রিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
কত দিনের অপেক্ষা, কত চো’খের জলে ভেসে আক্ষেপে পোড়া – লিওনেল মেসির অপেক্ষা আর শেষ হতে চায় না। দু’পায়ের জাদুকরি কারুকাজে ফুটব’লকে দিয়েছেন দু’হাত ভরে। কিন্তু বার’বারই ফুটবল তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে।
সেই ২০১৪ বিশ্বকাপ, সেই ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা- প্রতিবা’রই চোখের জলে বিদায় নিতে হয়েছিল বর্ত’মান সময়ের গ্রহের সেরা ফুটবলারকে।
অবশেষে ক্যারি’য়ারের একেবারে শেষ প্রান্তে এসে মেসি পে’লেন প্রথম এবং একমাত্র শিরোপা জয়ের স্বাদ। সে সঙ্গে আর্জেন্টিনার ২৮ বছরের অপে’ক্ষার অবসান ঘটালে”ন। বিখ্যাত মারাকানাতেই স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরি’কার শিরোপা জিতলেন মেসি।
মেসির শিরোপা আ’ক্ষেপ ঘোচালেন মূলতঃ অ্যাঞ্জেল ডি মারিয়া। যাকে পুরো টুর্নামেন্টে কোচ লিওনেল স্কালোনি খেলিয়েছেন পরিবর্তিত খেলো’য়াড় হিসেবে। কিন্তু ফাইনালে এসে বাজিমাত করলেন। ডি মারিয়াকে রাখলেন সেরা একা’দশে।
শুরু থেকে মাঠে নেমেই ইতিহাসটা সৃষ্টি করে দিলেন ডি মারিয়া। তার আলতো টোকায় লেখা হলো সেই ইতিহাস। গ্র’হের সেরা ফুটবলার মেসিকে অন্ত’ত খালি হাতে ফিরতে হচ্ছে না ফুটবল থেকে। তার হাতে অন্তত একটি বড় শিরোপা তো তুলে দিতে পেরেছেন সেই আলতো টোকায়। যেটি রচি’ত হয়েছিল ম্যাচের ২১তম মিনিটে।