শহীদুল ইসলাম , নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলায় ১লা নভেম্বর সোমবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান মুকুল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা উম্মে সালমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি দেওয়ান মাখন সহ যুব উন্নয়নের প্রশিক্ষনার্থী ও গণমাধ্যম কর্মীগন।
আলোচনা শেষে প্রশিক্ষনার্থী মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ যুবশক্তির বিষয়ে প্রশিক্ষনার্থী তিন জনকে প্ররস্কার প্রদান করেন। তাদের মধ্যে ১ম স্থান অর্জন করেন তন্নী আক্তার ও ২য় স্থান অর্জন করেন তোহফা আহমেদ ও ৩য় স্থান অর্জন করেন তামান্না ইসলাম তন্নী।