আইপিএ’লের দ্বিতীয় অংশে দর্শক প্র’বেশের অনু’মতি মিললেও তাতে থাক’ছে নানা বি’ধি’নি’ষেধ। ক’রো’’নার কার’ণে এসব নিয়ম-নীতির প্রয়ো’গে বা’ধ্য হয়েছে ভার’তীয় ক্রিকেট ক’ন্ট্রোল বোর্ড (বিসি’সিআই)। সব নিয়ম-ই পালন কর’তে হবে সংযুক্ত আরব আমিরা’তের তিন ভেন্যু- দুবাই, আবু ধাবি ও শার’জায়।
ভেন্যুগু’লোতে আবার বিধিনি’ষেধের বেলায় কিছুটা ভি’ন্নতা রয়েছে। দুবাইয়ে খেলা দেখ’তে গেলে মাঠে প্র’বেশের ৪৮ ঘণ্টা পূর্বে পি’সিআ’র টেস্টের প্রয়োজন নেই। তবে ক’রো’নার দু’ই ডো’জের টি’কার সনদ বা’ধ্যতামূলক। পাশাপা’শি মাঠে সামাজি’ক দূরত্ব ও মা’স্ক পরার বিষ’য়টি নি’শ্চিত করতে বলা হয়ে’ছে। ১২ বছর বয়সী’দের নি’চে যারা, তাদের অবশ্য টি’কার সনদের প্রয়ো’জন নেই।
শারজার বেলা’য় আবার কিছুটা ব্য’তিক্রম করা হয়েছে। বিশেষ ক’রে স্টেডি’য়ামে সব বয়সীদের প্রবেশের অনুম’তি নেই। স্টেডি’য়ামে প্রবেশের বয়’স হতে হবে ১৬+। আবার এই মাঠে টি’কার সনদের পাশাপাশি পিসিআর টেস্টকেও বা’ধ্যতামূলক করা হয়েছে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও ১৬ বছরের বেশি বয়সী’দের ক’রো’নার টি’কা সনদ বা’ধ্যতামূলক।
এখানে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে করা পি’সিআর টেস্ট’কেও বৈ’ধ হিসেবে ধরা হবে। ১২-১৫ বছর বয়সীদের টি’কার সনদের প্রয়োজন না হলেও পি’সিআর টেস্ট অবশ্যই প্রয়োজন বলে নির্দে’শনা দেওয়া হয়েছে। মাঠে প্রবেশের সময় বা’ধ্য’তামূ’লক করা হয়েছে তাপমাত্রা পর্যবেক্ষণও। এছাড়া যারা এক’বার মাঠ ছেড়ে যাবে’ন, তাদের পুন’রায় প্রবেশের অনুমতি মি’লবে না।